PUBG: New State-এর প্রি-রেজিস্ট্রেশন শুরু, রিলিজ হয়েছে ট্রেলর

 

PUBG: New State

প্রি-রেজিস্ট্রেশন শুরু হয়েছে পাবজি: নিউ স্টেটের। গুগল প্লে এবং অ্যাপ স্টোরে দু’ক্ষেত্রেই এই গেমের জন্য প্রি-রেজিস্ট্রেশন শুরু হয়েছে। এই গেমের নির্মাতা পাবজি স্টুডিয়োর তরফে ইতিমধ্যেই পাবজি: নিউ স্টেটের একটি ট্রেলর সোশ্যাল মিডিয়ায় লঞ্চ করা হয়েছে। এই ট্রেলরে গেমপ্লে, গ্রাফিক্স এবং বেশকিছু নতুন মেকানিক্সের ব্যাপারে বলা হয়েছে। ২০৫১ সালের প্রেক্ষাপটে তৈরি হয়েছে পাবজির এই নতুন গেম। খেলায় যুক্ত হয়েছে অনেক নতুন যানবাহন, অস্ত্রশস্ত্র, নতুন ম্যাপ এবং আরও অনেক কিছু। দক্ষিণ কোরিয়ার একটি ভিডিয়ো গেম সংস্থা ক্র্যাফটন এই গেম প্রকাশ্যে এনেছে। ‘ব্যাটেল অফ রয়াল’-এ বেশ কিছু ফিচার আপডেট হয়েছে।


এরই মাঝে বিশ্ববাজারে আসতে চলেছে PUBG New State ভার্সন। ইতিমধ্যেই Google Play Store-এ গেমটির প্রি-রেজিস্ট্রেশন শুরু হয়েছে। আসুন, জেনে নেওয়া যাক বিশদে!

PUBG কর্পোরেশন সূত্রে খবর, এই সপ্তাহের শেষের দিকে বিশ্ববাজারে লঞ্চ করতে চলেছে PUBG Mobile New State গেম। এক্ষেত্রে ২০৫১ সালের প্রেক্ষাপটে একটি ব্যাটেল রয়্যাল গেমের আদলে তৈরি করা হয়েছে এই PUBG Mobile New State। এবার দেখে নেওয়া যাক, কী ভাবে Google Play Store থেকে গেমের প্রি-রেজিস্ট্রেশন করা যাবে!

প্রথমে, Google Play Store-এ গিয়ে PUBG: New State গেমের প্রি-রেজিস্ট্রেশন পেজ খুলতে হবে।

কী এই PUBG Mobile New State? কেমন দেখতে হয়েছে গেমটি?

সংস্থা সূত্রে খবর, PUBG Mobile গেমের সিকোয়েল হচ্ছে এই PUBG Mobile New State গেম। এক্ষেত্রে গেমের ব্যাটেল রয়্যাল ফরম্যাট জারি থাকছে। তবে গেমের ডিজাইন ও লুকে পরিবর্তন আনা হয়েছে।

আসন্ন ভার্সনে একটি নতুন ম্যাপ ফিচার আসছে। আসছে নতুন প্লেয়ারও।

PUBG Mobile-এর এই নতুন ভার্সনে থাকছে ড্রোন ফিচার।

ড্রোনের পাশাপাশি থাকছে একাধিক ফিউচারিস্টিক উইপনস। থাকছে ডেপ্লয়েবল বাঙ্কার।

গেমের সব চেয়ে বড় বৈশিষ্ট্য হল ক্রস-প্ল্যাটফর্ম কমপ্যাটিবিলিটি। শোনা যাচ্ছে, নতুন ভার্সনে একজন মোবাইল গেমার যে কোনও প্লে স্টেশন, Xbox বা PC player-এর বিরুদ্ধেও খেলতে পারবেন!

Next Post